নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ পাচঁজনকে আটক করতে সক্ষম হয়েছে। শুক্রবার রাতে উখিয়ার বিভিন্ন স্থানে র্যাব এ অভিযান চালায়।
শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে আটককৃতদের উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়েছে বলে ডিউটি অফিসার হান্নান জানিয়েছেন।
অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার ২৮ হাজার ৩’শ ৭০ পিস ইয়াবা, ৮টি মোবাইল সেট ও নগদ ৩ হাজার ৭’শ ৩০ টাকা উদ্ধার করেছেন র্যাব।
আটককৃতরা হল- উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়া গ্রামের আলী আহমদের ছেলে নুরুল ইসলাম (২৭), একই ইউনিয়নের চাকবৈঠা গ্রামের আব্দু শুক্কুরের ছেলে মোঃ নুর ইসলাম প্রকাশ নুরু সালাম (২৭), একই ইউনিয়নের পূর্ব ডিগলিয়া গ্রামের সুলতান আহমদের ছেলে ছৈয়দ আলম (৪০), পালংখালী ইউনিয়নের গজঘোনা গ্রামের মোঃ আলী মিয়ার মেয়ে তৈয়বা বেগম (৩৫) ও জালিয়াপালং ইউনিয়নের মৃত ছৈয়দ আহমদের ছেলে মোঃ ইব্রাহিম (৪৩)।
এদের বিরুদ্ধে উখিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। এরা দীর্ঘ দিন ধরে উখিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ে ইয়াবা পাচার করছিল।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোঃ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
পাঠকের মতামত