
প্রেস বিজ্ঞপ্তি ॥
কক্সবাজার জেলার অতি গুরুত্বপুর্ণ উপজেলা হিসেবে খ্যাত উখিয়া উপজেলা সদরকে পৌর সভা বাস্তবায়ন করার নিমিত্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় উখিয়া একরাম মার্কেটের ২য় তলায় ব্যবসায়ীক অফিসে বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে ও এ্যাডভোকেট এ.টি.এম রশিদ আহম্মদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শেখ সাহাব উদ্দিন, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, অধ্যাপক তহিদুল আলম, সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, উখিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি একরামুল হক, মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, হাজী আবদুল মান্নান, আবদুল আলম ফকির, সিরাজুল হক লেদু, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, উখিয়া উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো: বেলাল উদ্দিন, মোহাম্মদ হাসেম, আবদুল হাকিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেছেন, কক্সবাজার তথা বাংলাদেশের জন্য উখিয়া উপজেলার গুরুত্ব অপরিসীম। উখিয়াকে ঢেলে সাঁজাতে পৌর সভার বিকল্প নেই। তাই দলমত নির্বিশেষে জনস্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরো বলেন, উখিয়া থেকে পিছিয়ে থাকা অনেক উপজেলাকে সরকার অনেক আগেই পৌরসভায় রূপান্তর করেছেন। অথচ বৈশ্বিকভাবে সমাদৃত ও পরিচিত উখিয়াকে এখনো পৌর সভা করা হয়নি। আমরা উখিয়াবাসী চরম হতাশ।
এ বিষয়ে আমরা উখিয়াবাসী সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ও উখিয়া – টেকনাফের সংসদ সদস্য মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি। পরে আলোচনা সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে উখিয়া পৌর সভা বাস্তবায়ন পরিষদের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি জাফর আলম চৌধুরীকে আহবায়ক ও উখিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এ.টি.এম রশিদকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ন আহবায়ক যথাক্রমে একরামুল হক, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, অধ্যাপক তহিদুল আলম, সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী সহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।
পাঠকের মতামত