প্রকাশিত: ২১/০২/২০২০ ১০:৩৫ পূর্বাহ্ণ , আপডেট: ২১/০২/২০২০ ১০:৩৫ পূর্বাহ্ণ
দৌলতদিয়ায় আরেক যৌনকর্মীর জানাজা

সিএসবি২৪ ডেস্ক ।।রাজবাড়ীর দৌলত‌দিয়‌া যৌনপল্লীতে এবার এসপির কথায় আরেক যৌনকর্মীর জানাজা সম্পন্ন হয়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দি‌কে যৌনপল্লীর পা‌শে রিনা বেগম নামের ওই যৌনকর্মীর জানাজা সম্পন্ন হয়। প‌রে তা‌কে পল্লীর কবরস্থা‌নে দাফন করা হয়।

রাজবাড়ীর পু‌লিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের উদ্যোগে গোয়ালন্দ থানা জা‌মে মস‌জি‌দের ইমাম আবু বক্কর সি‌দ্দিক এ জানাজা পড়ান।

জানা‌ গে‌ছে, বৃহস্পতিবার বিকেলে যৌনকর্মী রিনা বেগম মারা যান। খবরটি রাজবাড়ীর পু‌লিশ সুপা‌রের কানে যায়। তাৎক্ষ‌ণিক তি‌নি ধর্মীয় বিধান অনুযায়ী ওই যৌনকর্মীর জানাজা নামা‌জ পড়ানোর উদ্যোগ নেন।

কিন্তু যৌনকর্মী বলে স্থানীয় কোনো ইমাম তার জানাজা পড়া‌তে রা‌জি হন‌নি। তাই গোয়ালন্দ ঘাট থানা মস‌জি‌দের ইমাম‌কে সঙ্গে নি‌য়ে তার জানাজা নামাজ পড়া‌নোর ব্যবস্থা ক‌রেন পুলিশ সুপার।

প্রচলিত রেওয়াজ ভে‌ঙে চল‌তি মা‌সের ২ ফেব্রুয়ারি হা‌মিদা বেগ‌ম নামে এক যৌনকর্মীর জানাজা পড়ানোর মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন ক‌রেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান।

তারই ধারাবা‌হিকতায় বৃহস্প‌তিবার রা‌তে দ্বিতীয়বা‌রের মতো আরেকজনের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপ‌স্থিত ছি‌লেন পু‌লিশ সুপার মো. মিজানুর রহমান, জেল‌া প‌রিষদ চেয়ারম্যান ফ‌কির আব্দুল জব্বার, অতিরিক্ত পু‌লিশ সুপার মো. সালাহউদ্দিন উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডলসহ স্থানীয় এলাকাবাসী।

পু‌লিশ সুপার মো. মিজানুর রহমান ব‌লেন, আল্লাহ সর্বশ‌ক্তিমান, আল্লাহ ক্ষমাশীল। একজন মানু‌ষের শেষযাত্রায় সামা‌জিক কার‌ণে য‌দি জানাজা না দেই, তাহ‌লে মানুষ হি‌সে‌বে মানু‌ষের প্রতি অবিচার করা হ‌বে। সেই আলো‌কে প্রথম যৌনকর্মীর জানাজা শে‌ষে আজ দ্বিতীয় যৌনকর্মীর জানাজার ব্যবস্থা করা হ‌য়ে‌ছে।

পাঠকের মতামত

  • টেকনাফে আইন শৃংখলা কমিটির সভায়-বক্তারা
  • ঝুঁকিপূর্ণ শতবর্ষী ‘রেইন ট্রি’ কেটে ফেলার দাবি
  • মহেশখালীর কালারমারছড়ায় পুনরায় পুলিশ ফাঁড়ির অনুমোদন
  • লবণের ন্যায্যমূল্যের দাবীতে শিল্প উপদেষ্টা বরাবর সাবেক এমপি আলমগীর ফরিদের স্মারকলিপি প্রদান
  • কক্সবাজারে কিডনি ডায়ালাইসিস সেন্টারের দাবিতে মানববন্ধন— দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
  • সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন কোস্ট গার্ড
  • উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত
  • নাইক্ষ্যংছড়িতে অসহায়দের সহায়তা ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো বিজিবি
  • টেকনাফে অপহৃত উদ্ধার,অস্ত্র ও গুলিসহ অপহরণকারী চক্রের এক সদস্য আটক
  • রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার