এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী (পঞ্চগড়) থেকে: পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ তরুনকে ৬ মাস করে জেল দেওয়া হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার চৌকস সাব ইনসপেক্টর মো: মাসুম বিল্লাহ এক অভিযান পরিচালনা করে ফকিরগঞ্জ বাজার হতে গত বুধবার সন্ধায় ওই ৫ তরুনকে মাদক সহ আটক করেন।
তারা হলেন উপজেলার বলরামপুর আরাজীমন্ডল গ্রামের জনৈক রাজেন্দ্র নাথ বর্মনের পুত্র দিলীপ বর্মন(২২), ছোটদাপ গ্রামের রজব আলীর পুত্র আরিফ হোসেন(২১), ত্রিশুলিয়া গ্রামের নরেশ বর্মনের পুত্র সুমন চন্দ্র(১৯), দক্ষিন সুখাতী গ্রামের জসিম উদ্দীনের পুত্র সোহাগ আলী(২০) এবং চামেশ^রী এলাকার বিমল চন্দ্র বর্মনের পুত্র পবিত্র চন্দ্র বর্মন(১৯)।
পুলিশ আটক তরুনদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮(৯) এর গ ধারায় প্রত্যেককে ৬ মাস করে জেল দেন এবং জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেন।
পাঠকের মতামত