অনলাইন ডেস্ক: ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ বৃহস্পতিবার ভোরে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তামিলনাড়ু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরালা সরকার পরিচালিত একটি ভলভো বাস ৪৮ যাত্রী নিয়ে ব্যাঙ্গালুরু থেকে এর্ণাকুলামের দিকে যাচ্ছিল। এর বিপরীত দিক থেকে একটি কন্টেইনারবাহী ট্রাক আসছিল।সেই ট্রাকটি থেকে একটি বড় কন্টেইনার পড়ে বাসটিকে ধাক্কা মারে। কন্টেইনারের আঘাতে বাসটি ছিটকে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও উদ্ধারকারী দল। দুর্ঘটনা কবলিত বাস থেকে যাত্রীদের উদ্ধার করে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও বহু যাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় মারা গেছেন আরও কয়েকজন।
এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তামিলনাড়ু পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত