
সিএসবি২৪ রিপোর্ট ॥
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে সংবাদপত্র ও সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে কক্সবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা।
বুধবার হিলডাউন সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ বলেছেন-সারাদেশে সাংবাদিকদের ডাটাবেইজ তৈরির কাজ চলছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন-সঠিক তথ্য ছাড়া কোন সংবাদ প্রকাশ করা যাবে না। আর এই জন্য সাংবাদিকদের আইন পড়তে ও জানতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুদুর রহমান মোল্লার, প্রধানমন্ত্রীর সাবেক তথ্যবিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী এবং সচিব মো: শাহ আলম, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, বিএফইউজের কেন্দ্রীয় সদস্য এডভোকেট আয়াছুর রহমানসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
সভায় সাংবাদিকদের ডাটাবেজ তৈরী, সুরক্ষাসহ সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোকপাত করা হয়। পরে সংবাদ আইন বিষয়ক বই সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়।
পাঠকের মতামত