
সিএসবি২৪ রিপোর্ট ॥
কক্সবাজারের পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়িতে ইজিবাইজ (টমটম) উল্টে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত বৃদ্ধার নাম হাজেরা খাতুন (৬২)। সে দোছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড তুলাতলী গ্রামের মৃত ফকির আহমদের স্ত্রী। এসময় আহত হয়েছে টমটমের আরো ৪ যাত্রী।
রবিবার দুপুর ২টার দিকে দো’ছড়ি ইউনিয়নের বামতি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়-৫ জন যাত্রী নিয়ে একটি ইজিবাহক (টমটম) স্থানীয় লেবুছড়ি যাওয়ার পথে বামতি নামক স্থানে টিলা দিয়ে নামার সময় উল্টে যায়। এসময় আহত হয় ওই টমটমে থাকা ৫ যাত্রী।
এদের মধ্যে আহত টমটম চালক মোঃ ইলিয়াছ, যাত্রী হাজেরা খাতুন ও তার ছেলে আনোয়ার হোসেনকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক হাজেরা খাতুনকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত দুই ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করে দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব উল্লাহ বলেন-জীবনে প্রথম দোছড়িতে টমটম আসতে দেখলাম।
পাঠকের মতামত