প্রকাশিত: ১৬/০২/২০২০ ৮:২১ অপরাহ্ণ , আপডেট: ১৬/০২/২০২০ ৮:৩২ অপরাহ্ণ
সংবাদ বিজ্ঞপ্তি ॥
কক্সবাজারের উখিয়ায় “উপজেলা দলিল লিখক সমিতি”র আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় উখিয়া উপজেলা দলিল লিখক সমিতির অস্থায়ী কার্যালয়ে মাষ্টার রফিক উদ্দিনের সভাপতিত্বে শাহ জাহানের সঞ্চালনায় এক সভায় সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি গঠিত হয়।
সভায় জহির উদ্দিন-আহবায়ক, শাহ জাহান- সদস্য সচিব ও আবুল আলা, সাইফুল ইসলাম, শামশুল আলমকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আগামীতে সমিতির কার্যক্রমকে আরো গতিশীল এবং নতুন কমিটি গঠনকল্পে উক্ত আহবায়ক গঠন করা হয়। এ সময় গঠনতান্ত্রিক নিয়মে দ্রুত সময়ে একটি কমিটি গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করে সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।
পাঠকের মতামত