
সিএসবি২৪ রিপোর্ট : কক্সবাজারের উখিয়ার কোটবাজার স্টেশনের দক্ষিণে গ্যাস পাম্প এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী হাকিম মিয়া (২৭) ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় আরো এক আরোহী গুরুতর আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে তার পরিচয় জানা যায়নি। তাকে দ্রুত উদ্ধার করে উখিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে এ মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার আলতাফ মিয়ার ছেলে। সে পেশায় একজন টমটম চালক ছিল।

জানা যায়, মোটর সাইকেলযোগে কোটবাজার থেকে বাসায় যাওয়ার সময় কোটবাজারমুখী একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে হাকিম ঘটনাস্থলেই নিহত হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবক বাসায় ফেরার জন্য মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময়ে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হয়।
পাঠকের মতামত