রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়
সিএসবি২৪ রিপোর্ট ॥
কক্সবাজারের উখিয়ায় তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ ও সন্ত্রাসী গ্রুপের মাঝে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯ টার দিকে ক্যাম্প-১৯ থেকে ১ কিঃ মিঃ উত্তর পশ্চিমে পাহাড়ী জঙ্গলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বেশ কিছু সময় উভয়ের মধ্যে গুলি বিনিময়ের পর রোহিঙ্গা সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল তল্লাশী করে বেশ কিছু দেশীয় তৈরি অস্ত্র ও জিম্মি অবস্থায় ৩ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
ক্যাম্প পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনবিক চাকমা জানান, ৮/১০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী কয়েক জন রোহিঙ্গাকে তাদের পাহাড়ী আস্তানায় আটকে রাখা হয়। এসব রোহিঙ্গাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের লক্ষে জিম্মি করা হয়েছিল বলে উদ্ধারকৃত রোহিঙ্গারা জানায়। ১৩ ও ১৯ নং ক্যাম্পের উত্তর-পশ্চিমে পাহাড়ী জঙ্গলের ভিতর লন্ডাখালী এলাকার গোতাইন্নাঝুরা নামক সন্ত্রাসীদের আস্তানায় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের কথা স্বীকার করেন ওই কর্মকর্তা।
তিনি জানান, গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে জিম্মিদশা থেকে ৩জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। তারা হলেন মোঃ ইউসুফ (২৪), শফিকুর রহমান (৩২) ও হাছু মিয়া (৩৫)।
এ সময় ঘটনাস্থল থেকে ২ টি রামদা, ২ টি ছোট দা, ১ টি কুড়াল, ২ টি হাতুড়ি, আর্মস ক্লিনিং রড ২টি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র সহ একটি ট্রাংক উদ্ধার করা হয়।
সূত্রে জানা গেছে, রাসেল বাহিনীতে স্থানীয় ও রোহিঙ্গারা মিলে ক্যাম্পের আশপাশে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।
এ ঘটনায় উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, ”অবৈধ অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত ২ টি মামলা হয়েছে”।
পাঠকের মতামত