সভাপতি-পিন্টু ও সম্পাদক-চন্দন নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) কক্সবাজার শহিদ দৌলত ময়দানে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি উষাতন তালুকদার।
এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড: রানা দাশ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার -২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার -০১ আসনের সংসদ সদস্য জাফর আলম, সংরক্ষিত মহিলা আসনের কানিজ ফাতেমা আহমদ, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাহুল বড়ুয়া।
এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দ, জেলা আওয়ামীলীগ এর সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার কার্যকরী সভাপতি এড: দীপঙ্কর বড়ুয়া পিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে সকল কাউন্সিলরের মতামতের ভিত্তিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার এড: দীপঙ্কর বড়ুয়া পিন্টু কে সভাপতি ও অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পাঠকের মতামত