প্রকাশিত: ০৭/০২/২০২০ ৯:৫৮ অপরাহ্ণ , আপডেট: ০৭/০২/২০২০ ১০:১৬ অপরাহ্ণ
মল-মূত্রের ডেরায় পরিণত 'ভালুকিয়া সড়ক'


এম,এস রানা, কোটবাজার থেকে
মাঘের শীতে দীঘির জল শুকায়, বিল শুকায় কিন্তু শুকায়না কোটবাজারের ভালুকিয়া সড়ক। সড়কের উভয় দিক থেকে আসা মানব মল-মূত্রের ডেরায় পরিণত হয়েছে জনগণগুরুত্ব সড়কটি ।

সরেজমিনে দেখা গেছে, উখিয়া উপজেলার কোটবাজারের জনগুরুত্বপুর্ন এই সড়কটির নাজুক অবস্থা। কোন পথচারী অসবধানতা বশত: যদি কেউ পা বাড়ায় তাহলে পিচ্চিল খেয়ে কোমর ভাঙ্গা ঝুকিতো আছেই, তাছাড়াও ঐ সড়কের ময়লা যুক্ত পানি এসে গায়ে পড়লে গোসল ছাড়া নামাজ আদায় সম্ভব নয়।

উভয় পাশ্বের দোকানের নিচ দিয়ে বেয়ে আসা পানির স্রোতধারা দেখে পানি মনে হলেও প্রকৃত ঝর্ণাধারার কোন পানি নয় এগুলো পার্শের মার্কেটের সেপটি ট্যাংক ও নর্দমা থেকে গড়িয়ে আসা মল-মুত্রের নির্ঘত রসের ভান্ডার।

পার্শ্ববর্তী রেস্তোরা আল-মদিনা’র অবাঞ্চিত বর্জ্য ক্ষুদ্র নালা দিয়ে এসে ভরপুর যাওয়ার কারনে দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে ষ্টেশনের সর্বত্র। ফলে ভালুকিয়া সড়কের ব্যবসায়ী ক্রেতাদের নাকে রুমাল দিয়ে বিকিকিনি করতে হয়। এমনই চিত্র দেখা যায় প্রতিনিয়ত।

ব্যবসায়ী মাহবুব আলম বলেন, সারা বছরই কাদা মাটি আর ময়লা পানিতে ডুবে থাকে এ ভালুকিয়া সড়ক। এ যেন ঐ সড়ক দিয়ে চলাচলকারী জন সাধারণ ও ব্যবসায়ীদের জন্য বারো মাসি দুংখ। এক যুগের বেশী সময় ধরে চলে আসা চরম দুর্ভোগ থেকে মুক্তি পেতে কয়েকবার ধানের চারা রোপন করে সামাজিক মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণের করার চেষ্টা করা হয়। এছাড়াও স্থানীয় ও জাতীয় দৈনিকে স্ব-চিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।

উখিয়া উপজেলা প্রকৌশলী ও ইউ.পি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী সড়কটি উন্নয়নের লক্ষে একাধিকবার পরিদর্শন করে গেলও তা আলোর মূখ দেখেনি।

ব্যবসায়ী ইসকান্দর মির্জা, ফিরোজ আহমদ, শাহ আলম, বেলাল উদ্দিন, বাবুল সওদাগর সহ একাধিক ভুক্তভোগী ব্যবসায়ী ক্ষোভের সাথে বলেন, দেশে সরকার আসে সরকার যায়, উন্নয়নে দেশ ভরে যায়,দর্ভাগ্য ভালুকিয়া সড়কের চরম দুর্ভোগের একমাত্র কারন ৫০ গজ রাস্তার কোন উন্নয়ন দেড় যুগেও হয়নি। তারা আরো বলেন, সড়কের উত্তর পার্শের মার্কেট থেকে নালা, নর্দমা ও মল মুত্রের সেপটি ট্যা্ংক থেকে পানি এসে সড়কে একাকার হয়ে যাওয়াতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় মেম্বার মোকতার আহমদ ও আবদুল গফুর বলেন, সড়কটির প্রয়োজনীয় উন্নয়নের লক্ষে চেয়ারম্যান চেষ্টা চালিয়ে যাচ্ছে। সড়কটি এলজিআরডির আওতাভুক্ত হয়েও তারা সেদিকে কোন প্রকার সুদৃষ্টি না দেয়ার অচিরেই বাজার উন্নয়ন ফান্ড থেকে টেন্ডার আহবান করার মাধ্যমে নালা-নর্দমা তৈরীসহ সড়কের উন্নয়ন কাজ শুরু করার কথা বলেন।

পাঠকের মতামত

  • ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
  • রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল
  • সিলেটের নিখোঁজ সেই ৬জন ৬দিন পর টেকনাফে উদ্ধার
  • বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন
  • উখিয়ায় সড়ক দু’ঘটনায় ইউপি সদস্য নিহত
  • সিলেটের নিখোঁজ ছয় শ্রমিকের লোকেশন টেকনাফ: দাবী পুলিশের
  • টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত
  • টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি,এক ডাকাত গুলিবিদ্ধ
  • সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • উখিয়ার থাইংখালীতে এ প্লাস প্রাপ্ত ২৫০ নুরানি শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন

    ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন

    দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
    বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন

    বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন

      নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এবং বন,পরিবেশ ও ...
    টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত

    টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত

      জাহাঙ্গীর আলম, টেকনাফ ( কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ...