
সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কক্সবাজার শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ৮ ফেব্রুয়ারী শনিবার বেলা (২ টায়) কক্সবাজার শহীদ দৌলত ময়দান (পাবলিক লাইব্রেরি) মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সম্মেলনকে ঘিরে পুরো পৌর এলাকায় শোভা পাচ্ছে বিভিন্ন বেনার ও ফেষ্টুন। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী সরকার শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
উদ্বোধক সাবেক এমপি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু উষাতন তালুকদার, প্রধান বক্তা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত।
সম্মেলনের সভাপতিত্বে করবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট পীযুষ কান্তি চৌধুরী।
এদিকে শনিবার অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সফল ও সার্থক করার জন্য গত একমাস ধরে জেলার প্রতিটি উপজেলা,সদর ও পৌর শাখার নেতৃবৃন্দদের সাথে প্রস্তুতিমূলক বর্ধিত সভা,আলোচনা ও গণসংযোগ সম্পন্ন করেছে জেলার নের্তৃবৃন্দ।
এই ম্মেলন ও কাউন্সিল ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে উপস্থিত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের চলমান আন্দোলনকে বেগবান করার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।
পাঠকের মতামত