সিএসবি২৪ ডেস্ক: ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। ৪ মে পর্যন্ত চলবে এ পরীক্ষা। আর ৫ থেকে ১৩ মের মধ্যে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। কিন্তু পরীক্ষা শুরুর দুই মাস আগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিকে ভর্তিকৃত শিক্ষার্থীদের বোর্ড রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এমনকি বিষয়টি জানিয়ে জারি করা বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশন না করা শিক্ষার্থীদের ‘২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থী’ বলেও দাবি করেছে ঢাকা বোর্ড। অথচ রেজিস্ট্রেশন না করা শিক্ষার্থীদের ফরম পূরণেরই সুযোগ নেই।
সোমবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত (এইচএসসি ২০২০ সালের পরীক্ষার্থী) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে শুধুমাত্র সেসব শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণের সর্বশেষ সুযোগ হিসেবে ইএসআইএফ অনলাইনে পূরণের সময়সীমা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হল।
এ সময়ের মধ্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে জটিলতা সৃষ্টি হলে কলেজ কর্তৃপক্ষ দায়ি থাকবেন।
ঢাকা বোর্ড সূত্র জানায়, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীদের আবেদন প্রেক্ষিতে এইচএসসি পরীক্ষার দুই মাস আগে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়ে সময় বাড়ানো হয়েছে।
পাঠকের মতামত