প্রকাশিত: ০২/০২/২০২০ ৯:৩২ অপরাহ্ণ , আপডেট: ০২/০২/২০২০ ৯:৩২ অপরাহ্ণ
খেলা: তামিম ইকবাল পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতিটা সারলেন ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে।
আজ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির দেখা পেলেন এই ড্যাশিং ওপেনার। ৪০৭ বলে ৪০ বাউন্ডারিতে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান। ছয় বছর পর প্রথম শ্রেণী ক্রিকেটের আসর বিসিএলে খেলতে নেমে এই কীর্তি গড়েন তামিম।
তামিমের ব্যাটে ভর করে চা বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে ইস্ট জোনের সংগ্রহ ২ উইকেটে ৫১১ রান। তামিম ৩০০ ও ইয়াসির আলী ৫২ রানে অপরাজিত আছেন। এছাড়া ১১১ রানে ফিরেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সেন্ট্রাল জোনের প্রথম ইনিংস শেষ হয় ২১৩ রানে।।
পাঠকের মতামত