
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আজমান হোসেন প্লাবন (২২) নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। দেশটিতে স্থায়ী হতে গিয়ে নানা সমস্যার কারণে হতাশায় ভুগছিলেন তিনি।
গত বৃহস্পতিবার সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যা করেন তিনি।
প্লাবনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ফারুক রহমান। তিনি জানান, এক বছর আগে নিউইয়র্কে স্থায়ী হতে গিয়েছিলেন প্লাবন। ম্যানহাটনে একটি সাবওয়েতে কাজ করতেন তিনি। একই সঙ্গে বৈধ কাগজপত্রের জন্য চেষ্টা করছিলেন।
গত ৩০ জানুয়ারি রাতে বিষয়গুলো নিয়ে প্লাবন বাংলাদেশে থাকা তার প্রেমিকার সঙ্গেও কথা বলেছিলেন। সেদিনই ভোর ৪টার দিকে সাবওয়েতে কাজ করা অবস্থায় ফেসবুক লাইভে প্রেমিকার কাছে আত্মহত্যা করার কথা প্রকাশ করেন তিনি।
আজমানের ফেসবুকে সুমি আক্তারের সঙ্গে অনেক ভিডিও চ্যাট, টিকটক ভিডিও এবং হতাশার স্ট্যাটাস পাওয়া গেছে।
আজ শনিবার ম্যানহাটনে প্লাবনের জানাজা অনুষ্ঠিত হয়। তার গ্রামের বাড়ি নোয়াখালী।
পাঠকের মতামত