
নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে মেরিন ড্রাইভের বাহারছরা মনতালিয়া পুরানপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছেন টেকনাফের র্যাব কর্মকর্তা মীর্জা শাহেদ মাহতাব। ঘটনাস্থল হতে ৬৭ হাজার ইয়াবা, দুটি অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
নিহত মোঃ আব্দুল নাছির (২৮) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-০৮ ইস্ট বি-২৬ জোনের বাসিন্দা মোঃ জাকের ও শরিফা বেগমের ছেলে।
র্যাব-১৫ এর টেকনাফের কর্মকর্তা মীর্জা শাহেদ মাহতাব জানান, ইয়াবার চালান আসার খবরে শুক্রবার (৩১ জানুয়ারি) মেরিন ড্রাইভ সড়কের মনতলিয়া পুরানপাড়া এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। এসময় একদল লোক চেকপোস্ট অতিক্রম কালে তাদের চ্যালেঞ্জ করা হলে তারা র্যাবের উপর গুলি বর্ষণ শুরু করে। এতে র্যাবের ৩ জন সদস্য আহত হন। র্যাব ও সরকারী সম্পদ এবং আত্নরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একসময় গুলি করতে করতে পিছু হটে ইয়াবা কারবারিদলের সদস্যরা। পরে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে ইয়াবা, অস্ত্র ও বুলেটসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে। আহত ব্যক্তিকে টেকনাফ সরকারি হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল হতে ৬৬ হাজার ৯১৫ পিছ ইয়াবা, ২টি ওয়ান শুটার গান, ৫টি তাজা কার্তুজ, ২টি খালি খোসা ও তিন হাজার টাকা উদ্ধার হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা করা হচ্ছে বলে উল্লেখ করেন র্যাবের এ কর্মকর্তা।
পাঠকের মতামত