প্রকাশিত: ২৯/০১/২০২০ ১১:৩৯ অপরাহ্ণ , আপডেট: ২৯/০১/২০২০ ১১:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
সৌদি আরবের জেদ্দায় এক মর্মান্তিক সড়ক দু’ঘটনায় ৩-বাংলাদেশি নিহত হয়েছে।
জানা যায়, গত ২৯-জানুৃয়ারী বুধবার বিকালে জেদ্দা নগরীর আল সমির নামে জায়গায় এক মর্মান্তিক সড়ক দু’ঘটনায় তিন যুবক ঘটনাস্থলে নিহত হয়।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার আল আমিন, নরসিংদী জেলার কাউসার আলম ও গফুরগাও জেলার শাকিল আহমদ তিনজনই জেদ্দা নগরীর ইয়ামাম নামে একটি কোম্পানিতে পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করতেন বলে জানা গেছে।
পাঠকের মতামত