২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমনে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯জানুয়ারী) ভোররাতে উপজেলার সরই ইউনিয়নের কালাইয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম জাহেরা বেগম (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা ফজলুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধভোর রাতে ১০-১২টি একটি বন্য হাতির পাল কালাইয়া পাড়ায় ফজললু হকের বাড়িতে হানা দিয়ে ঘরবাড়ি ভাংচুর করে। এসময় পালানোর সময় হাতির আক্রমনে মারা যায় জাহেরা। তবে অন্যরা পালিয়ে রক্ষা পায়।
ঘটনার সত্যতা স্বীকার করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) আমানুল হক জানান, হাতির আক্রমনে একজন নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পাঠকের মতামত