প্রেস বিজ্ঞপ্তি ॥
শরীয়তপুর জেলা গ্রাজুয়েট সাংবাদিক ফোরামের কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী ২০২০) দৈনিক সময়ের আলোর শরীয়তপুর প্রতিনিধি এসএম শফিকুল ইসলাম (স্বপন সরকার)’কে সভাপতি ও সাপ্তাহিক শরীয়তপুর বার্তার সহ-সম্পাদক বাবুল চন্দ্র’কে সাধারন সম্পাদক এবং লালসবুজ নিউজ টোয়েন্টিফোর ডটকমের শরীয়তপুর প্রতিনিধি হাসিবা আক্তার বালা’কে সাংগঠনিক সম্পাদক করে শরীয়তপুর জেলা গ্রাজুয়েট সাংবাদিক ফোরামের আংশিক কমিটি অনুমোদন করেন, বাংলাদেশ গ্রাজুয়েট সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান আজাদী ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ। বাংলাদেশ গ্রাজুয়েট সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আল-আমিন শাওন মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে শরীয়তপুর জেলা গ্রাজুয়েট সাংবাদিক ফোরামের কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কেন্দ্রীয় কমিটি সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে শরীয়তপুর জেলা গ্রাজুয়েট সাংবাদিক ফোরামের কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সাংবাদিক সহ নানান শ্রেণী পেশার মানুষ।
পাঠকের মতামত