কক্সবাজার প্রতিনিধি ॥ কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ বোঝাই ট্রলির ধাক্কায় তিন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে উত্তর ধুরুং কাজীর পাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, উত্তর ধুরুং মৌলভী পাড়ার ছলিম উল্লাহর ছেলে জেমিন (১৮), ছাদের ঘোনার আমান উল্লাহর ছেলে রাকিব (২১) ও কালার মার পাড়ার সিরাজ দৌল্লাহর ছেলে এবাদুল্লাহ (১৭)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি বেপরোয়া লবণ বোঝাই ট্রলী গাড়ীর ধাক্কায় মোটর সাইকেল আরোহী তিন জন যুবকের মধ্যে একজন মোটর সাইকেলের নিচে আটকে পড়ে এবং অন্য দুইজন রাস্তার পাশের খাদে পড়ে গেলে এলাকাবাসী তাদের উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছেন।
পাঠকের মতামত