পলাশ বড়ুয়া:
কক্সবাজারের উখিয়ায় শিক্ষায় পিছিয়ে থাকা জনবহুল কোটবাজার এলাকায় একটি কলেজ হবে এমন স্বপ্ন দীর্ঘদিনের। যা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। “শহীদ এটিএম জাফর আলম কলেজ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
২২ জানুয়ারি (বুধবার) দুপুর ১২টার দিকে হলদিয়াপালংয়ের ক্লাশপাড়ায় “শহীদ এটিএম জাফর আলম কলেজ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্কুল শাখার ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মো: কামাল হোসেন বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে প্রথম শহীদ হন আবু তাহের মোহাম্মদ জাফর আলম। তাঁর স্মৃতি ধরে রেখে শিক্ষার প্রসারে এটি সত্যি মহতী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি কলেজের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
শহীদ এটিএম জাফর আলম কলেজের প্রতিষ্ঠাতা ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে ভিত্তি স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, ইউএনএইচসিআর ও ব্র্যাক কর্মকর্তা। স্বাগত বক্তব্য রাখেন, শহীদ এটিএম জাফর আলম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফিরোজ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আজিজুর রহমান।
উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, অধ্যাপক বেলাল উদ্দীন, অধ্যাপক মোহাম্মদ আলী, প্রধানশিক্ষক মো: আলমগীর, প্রধান শিক্ষক লিয়াকত আলী, প্রধান শিক্ষক লুৎফর রহমান মানিক, প্রধান শিক্ষক মো: নুরুল আমিন প্রমুখ।
আগামী শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এমনটি জানিয়েছেন ‘শহীদ এটিএম জাফর আলম কলেজ’ এর দাতা সদস্য মুনীর আহমদ।
পাঠকের মতামত