পলাশ বড়ুয়া ॥
বাস্তবে রূপ নিতে যাচ্ছে দীর্ঘদিনের একটি স্বপ্নের। শিক্ষায় পিছিয়ে থাকা জনবহুল এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল কিছু প্রগতিশীল মানুষ। নানান সীমাবদ্ধতার কারণে একটু দেরি হলেও স্বপ্নবাজ মানুষগুলোর স্বপ্ন সত্যি হতে চলেছে আজ।
২২ জানুয়ারি (বুধবার) কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাশপাড়া এলাকায় “শহীদ এটিএম জাফর আলম কলেজ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন হতে যাচ্ছে। উপস্থিত থেকে ভিত্তি স্থাপন ও ফলক উন্মোচন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন ও উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী সহ সর্বস্তরের মানুষ।
এ প্রসঙ্গে কলেজটির প্রতিষ্ঠাতা ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো: শাহ আলম বলেন, স্বাধীনতা যুদ্ধকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে প্রথম শহীদ আবু তাহের মোহাম্মদ জাফর আলমের স্মৃতি রক্ষার পাশপাশি পিছিয়ে থাকা জনগোষ্টির মাঝে শিক্ষা প্রসারে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।
পাঠকের মতামত