
জ্যোতি কুশল ভিক্ষু ॥ কক্সবাজারের উখিয়ায় শাসনবংশ প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতনের ১৭তম বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে৷
১৭ জানুয়ারি (শুক্রবার) উখিয়া কলেজ কেন্দ্রে কক্সবাজার সদর, উখিয়া, রামু, টেকনাফ ও পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষংছড়িসহ ৫টি উপজেলার তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৩৫৭ জন পরীক্ষার্থী এবার লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেয়।
তথ্য মতে, জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক গুরুদেব ভদন্ত কুশলায়ন মহাথের’র গুরুদেব প্রয়াত: শাসনবংশ মহাথের’র স্মরণে ২০০৩ সালে প্রতিষ্ঠা করেন এই সদ্ধর্ম শিক্ষা নিকেতন৷
পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন শ্রীমৎ কুশলায়ন মহাথের। হল সচিব- শ্রীমৎ জ্যোতি রক্ষিত থের, হল সুপার- শিক্ষক প্রিয়সেন বড়ুয়া, তত্ত্বাবধায়ক- শিক্ষক রাহুল বড়ুয়া আদিত্য, সমন্বয়কারী- শ্রীমৎ জ্যোতি মঙ্গল ভিক্ষু, সার্বিক সহযোগিতায়- শিক্ষক সঞ্জয় বড়ুয়া, সার্বিক নির্দেশনায়- শ্রীমৎ জ্যোতি প্রিয় ভিক্ষু ও জ্যোতি কুশল ভিক্ষু। এই পরীক্ষার ফলাফল ২৫ জানুয়ারী ফলাফল প্রকাশিত হবে বলে জানা গেছে।
পাঠকের মতামত