প্রকাশিত: ১৪/০১/২০২০ ৯:০৩ অপরাহ্ণ , আপডেট: ১৪/০১/২০২০ ৯:০৩ অপরাহ্ণ

নির্মাণ কাজে অর্থ আত্মসাতের অভিযোগ

জসিম আজাদ ॥
পূর্ণাঙ্গ রূপ নেওয়ার আগেই ভেঙ্গে ফেলা হয়েছে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেইট। ৬ জানুয়ারি রাতে ঝাউতলা সড়কের প্রবেশদ্বারে নির্মাণাধীন গেইটটি গুড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

সওজের জায়গার উপর নির্মিত গেইটটি সড়ক সম্প্রসারণের প্রয়োজনে ভাঙ্গা হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।
তিনি বলেন, গেইট ভাঙ্গার পূর্বে ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক সাংসদ আবদুর রহমান বদির সাথে কথা হয়েছে। তবে এ ব্যাপারে নোটিশ ইস্যুর প্রয়োজনীতা নেই বলেও জানান তিনি ।

উখিয়ায় পরিকল্পনা বিহীন স্কুল গেইট গুড়িয়ে দিয়েছে সওজ
গুড়িয়ে দেয়ার পরে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেইট

ম্যানেজিং কমিটির সভায় আলোচনা কিংবা সিদ্ধান্ত বিহীন অভিভাবক প্রতিনিধি মো: আলমগীর স্বেচ্ছাচারি মনোভাবের বহি:প্রকাশ ঘটাতে একক ভাবে গেইট নির্মাণ করেন। নানান কৌশলে বরাদ্ধকৃত অর্থ আত্মসাত করতে গিয়ে পরিকল্পনা বিহীন গেইট নির্মাণ করায় ৭০ বছরের কাঙ্খিত গেইটটি ভেঙ্গে ফেলা হয়, এমন অভিযোগ ম্যানেজিং কমিটির অপরাপর সদস্যদের।

এ প্রসঙ্গে ম্যানেজিং কমিটির সদস্য সাকের উদ্দিন বলেন, গেইট নির্মাণের বিষয়ে তৎকালীন অভিভাবক প্রতিনিধি মো: আলমগীর নিজের ইচ্ছে মত একটি কমিটি করে স্বাক্ষর নিতে আসলে কমিটির মিটিং এবং সিদ্ধান্ত ব্যতীত আমি স্বাক্ষর করিনি। একই ধরনের কথা অভিভাবক প্রতিনিধি আবুল হাসনাত চৌধুরী ও হাসান জামাল রাজু’র।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল এহসান মানিক জানান, তিনি যোগদানের পূর্বেই গেইট নির্মাণ কাজ শুরু করা হয়। তাই গেইট নির্মাণের বিষয়ে তেমন কিছু জানেন না তিনি। গেইট নির্মাণ সংক্রান্ত কোন কাগজপত্রও বিদ্যালয়ে নেই। তবে এ প্রসঙ্গে কমিটির অপরাপর সদস্যদের মাঝে অনানুষ্ঠানিক কথাবার্তা মাঝে মধ্যে শুনেছি।

এ প্রসঙ্গে জানতে চাইলে গেইট নির্মাণ কাজে দায়িত্ব পালন করা তৎকালীন ম্যানেজিং কমিটির সদস্য (৪নং অভিভাবক প্রতিনিধি) মো: আলমগীর বলেন, তার নিজস্ব প্রচেষ্টায় সাবেক সাংসদের দেয়া ৩ লক্ষ টাকা ব্যয়ে গেইটটি নির্মাণ করা হয়। সওজের আওতার ৩ ফুট দূরত্বে গেইটটি নির্মাণ করা হলেও সম্প্রতি সওজ গেইটটি ভেঙ্গে ফেলে। গেইট নির্মাণ কাজে বিদ্যালয়ের ফান্ড থেকে একটি টাকা নষ্ট করা হয়নি বলে তিনি জানান।

পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক সাংসদ আবদুর রহমান বদি’র ব্যক্তিগত মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও রিসিভ না করায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, গেইট নির্মাণ, ভাঙ্গার বিষয়ে তেমন কিছু জানিনা। যেহেতু তিনি আসার পূর্বে গেইট নির্মাণ কাজ শুরু হয়। তাছাড়া তিনি যোগদানের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোন বরাদ্ধ দেয়া হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

উখিয়ায় পরিকল্পনা বিহীন স্কুল গেইট গুড়িয়ে দিয়েছে সওজ
সওজের জায়গার উপর অপরিকল্পিত ভাবে নির্মিত অসম্পূর্ণ গেইট

উল্লেখ্য, ঐতিহ্যবাহী পালং আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার গৌরবের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ও তৎকালীন সাংসদ আবদুর রহমান বদি একটি নান্দনিক গেইট নির্মাণের ঘোষণা দেন। পরবর্তীতে তাঁর প্রতিশ্রুতির প্রেক্ষিতে গেইট নির্মাণের জন্য অনুদান দেয়া হয় বলে একাধিক সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

  • ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
  • রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল
  • সিলেটের নিখোঁজ সেই ৬জন ৬দিন পর টেকনাফে উদ্ধার
  • বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন
  • উখিয়ায় সড়ক দু’ঘটনায় ইউপি সদস্য নিহত
  • সিলেটের নিখোঁজ ছয় শ্রমিকের লোকেশন টেকনাফ: দাবী পুলিশের
  • টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত
  • টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি,এক ডাকাত গুলিবিদ্ধ
  • সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • উখিয়ার থাইংখালীতে এ প্লাস প্রাপ্ত ২৫০ নুরানি শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন

    ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন

    দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
    বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন

    বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন

      নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এবং বন,পরিবেশ ও ...
    টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত

    টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত

      জাহাঙ্গীর আলম, টেকনাফ ( কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ...