পলাশ বড়ুয়া॥
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মাল্টি লার্ণিং সেন্টার পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে পালংখালী ইউনিয়নের হাকিম পাড়া ১৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আর-১৮-তে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্যাম্প ইনচার্জ ও উপ-সচিব কাজী ফারুক আহমদ।
তিনি জানান, অগ্নিকান্ডের সুত্রপাতের বিষয়ে কোন ক্লু পাওয়া যায়নি। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। সেন্টারটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। এটি আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন পরিচালিত একটি লার্ণিং সেন্টার।
তিনি এও বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই রোহিঙ্গা ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা সেন্টারে আগুন লাগিয়েছে। তবে কে বা কারা কী কারণে আগুন লাগায় এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ক্যাম্প ইনচার্জ।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে লাণিং সেন্টার পুড়ে যাওয়ার বিষয়ে কোন তথ্য নেই বলে জানিয়েছেন।
পাঠকের মতামত