মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলা কুতুবজোম ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে স্কুল ছাত্র সহ ৬জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ ১জনকে অাশাঙ্কাজনকে অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলা কুতুবজোম ইউনিয়নের নয়া পাড়া গ্রামে। এলাকা সূত্রমতে জানাযায় নয়াপাড়া গ্রামের খুইল্যা মিয়ার পুত্র অালী হোসেন এর সাথে একই গ্রামের আব্দু ছবুর মাঝির মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল।
১৩জানুয়ারী সোমবার সকাল ১০টায় এই বিরোধ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে অাব্দু সবুর মাঝির পক্ষের সোলাইমান, লেদু মিয়া ও সেলিমের নেতৃত্বে গুলি ছুড়ে। এতে নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২শিশু শিক্ষার্থী সহ ৬ জন আহত হয়। আহতরা হলেন আলী হোসেনের পুত্র সাদ্দাম হোসেন (২৩), নুরুল আবচার, অায়েশা বেগম, আলী হোসন, স্কু্ল শিক্ষার্থীদের নাম এখনো জানায়নি।
গুলাগুলির সংবাদ পেয়ে মহেশখালী থানার এক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানে।
স্থানীয়সুত্রে অারো জানাযায় কয়েক দিন পূর্বে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটনাটির
সুত্রপাত হয়। পরে এটি জমি বিরোধে রুপনেয়।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান কুতুবজোমে দুই পক্ষের গুলাগুলির সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অস্ত্রধারীদের ধরতে করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
পাঠকের মতামত