
সাতকানিয়া প্রতিনিধি: সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভন্ড খ্যাত জনৈক মৌলানা মাহবুবুল হক আল কাদেরীকে গ্রেফতার করল সাতকানিয়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার নাগাদ উপজেলার মৌলভীদোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ শফিউল কবিরের নির্দেশে ঢেমশা পাড়ির পরিদর্শক মজনু মিয়া এসআই মাহমুদুল হক এসআই আহসান হাবীব এএসআই আরিফ এএসআই জিহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভন্ড মৌলানাকে গ্রেফতার করেন। উল্লেখ্য গত ৩/১২/২০১৯ তারিখে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত হন ভন্ড জনৈক মৌলনা মাহবুবুল হক, ওই মাহফিলে প্রখ্যাত আলেম হাটহাজারীর আল্লামা শফি এবং তরুন আলেম ড.মিজানুর রহমান আযহারীর সম্মান ক্ষুন্ন করে গাজাঁ খোর মদ খোর আখ্যায়িত করে বক্তব্য প্রদান করায়,এবং পরে ভিডিও ধারন করে সোস্যাল মিডিয়া প্রচার করে প্রখ্যাত আলেম সমাজকে প্রশ্নবিদ্ব করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এবং তার বিরুদ্বে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয় বলে প্রতিবেদককে নিশ্চিত করেন ওসি শফিউল কবির।
এ বিষয়ে প্রতিবেদককে সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম মানিক বলেন, ওসি সাহেব সেরা একটা কাজ উপহার দিয়েছেন সাতকানিয়াবাসীকে বন্ড মৌলনাকে গ্রেফতার করায়।
পাঠকের মতামত