
নিজস্ব প্রতিবেদক ॥ কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্ত¡র এলাকা থেকে শীর্ষ ছিনতাইকারী মুন্না হাসান প্রকাশ আমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ একটি অস্ত্র, ছোরা ও ১ রাউন্ড তাজা গুলিসহ মুন্নার লাশ উদ্ধার করে। মুন্না মহেশখালী উপজেলার ভাড়িয়াপাড় এলাকার মৃত আবুল বশরের পুত্র।
জানা যায়- গত ৪ জানুয়ারী শহরের সার্কিট হাউসের সামনে ইমরুল নামের এক কলেজ ছাত্রের হাত ও পায়ের রগ কেটে দিয়ে মুন্নার নেতৃত্বে একদল ছিনতাইকারী তার সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কবির জানান-উক্ত ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী মুন্না হাসান প্রকাশ আমিন পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল।
তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানার মামলা নং-১/১২৯৭, তারিখ-০১/১২/২০১৯; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০, মামলা নং-২/২২৩, তারিখ- ০২/০৪/২০১৮, ধারা- ১৯ (ধ)/১৯(ভ)/১৯-ধ ১৮৭৮ সালের অস্ত্র আইন, মামলা নংনং-১/২২২, তারিখ- ০২/০৪/ ২০১৮, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ এবং মামলা নং-১২/১২, তারিখ-০৫/০১/২০২০ইং ধারা-৩৯৪ দঃবিঃ দায়েরকৃত মামলার আসামী।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি শাহজাহান কবির।
পাঠকের মতামত