
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তিন প্রধান। আজ মঙ্গলবার বিকেল ৩ টায় পুলিশ আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, র্যাব’র মহাপরিচালক ড. বেনজীর আহমেদ সহ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রওনা দেন।
কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে চলমান সাম্প্রতিক উদ্বেগজনক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে দেশের সুশীল সমাজের পাশাপাশি সরকারও উদ্বিগ্ন। রোহিঙ্গা ক্যাম্পের চতুর্দিকে ঘেরা বেড়া না থাকায় রোহিঙ্গারা ক্যাম্পের বাইরেও বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়ছে। ফলে স্থানীয়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। ফলে রোহিঙ্গাদের ক্যাম্পে কঠোরভাবে নিয়ন্ত্রণের বিষয়টি বার বার উঠে আসছে।
ক্যাম্পের বিষয়গুলো সরেজমিন দেখা ও অবহিত হতেই আইন-শৃংখলা রক্ষাকারী সংস্থার তিন বাহিনীর প্রধান রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শনে করেন। ঢাকায় ফিরে রোহিঙ্গা শিবিরের চতুর্দিকে ঘেরা বেড়া দেওয়াসহ নিরাপত্তা জনিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুপারিশ করবেন তিন বাহিনী প্রধান।
এর আগে বেলা ১১টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছেন বাহিনী প্রধানগণ ও উর্ধ্বতন কর্মকর্তারা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সরেজমিন পরিদর্শন করে। তাঁরা ঢাকায় ফিরে রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য কর্মপন্থা নির্ধারণ করবেন।
পাঠকের মতামত