অনলাইন ডেস্ক: আজকের ম্যাচটি পাকিস্তানের জন্য খুবই মহা গুরুত্বপূর্ন হলেও আফগানদের জন্য এই ম্যাচ নিয়ম রাক্ষার। কারণ পাকিস্তান আজকের ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।
ম্যাচের আগেই স্টেডিয়ামের কার্নেগি প্যাভিলিয়ন স্ট্যান্ডে মারামারিতে জড়িয়ে পড়েন পাকিস্তান ও আফগান সমর্থকরা। এর জেরে অন্তত দুজনকে বের করে দেওয়া হয় মাঠ থেকে। কিন্তু মাঠের বাইরে গিয়ে ফের তারা জড়িয়ে পড়েন সংঘর্ষে। একটা ভিডিওতে দেখা গেছে, আফগানরাই বেশি আগ্রাসী ছিল। তারা একত্রিত হয়ে একজন পাকিস্তানি সমর্থককে বেদম পিটুনি দেয়।
সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনরত এক পাকিস্তানি সাংবাদিককেও আফগান সমর্থকরা লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি দেয়াল টপকে টিকেট ছাড়া মাঠে ঢোকার দৃশ্যও দেখা গেছে বলে জানিয়েছেন কয়েকজন সাংবাদিক।
উল্লেখ্য, দেশের মাটিতে একের পর এক জঙ্গি হামলার দায় পাকিস্তানের ওপরেই চাপিয়ে আসছে আফগানিস্তান। যে কারণে অনেকদিন ধরেই দুই দেশের রাজনৈতিক সম্পর্কের মতো ক্রিকেটীয় সম্পর্কও তলানিতে। তার ছোঁয়া এবার লাগল বিশ্বকাপে।
পাঠকের মতামত