অনলাইন ডেস্ক: বিশ্বকাপের শুরুটা একদমই ভালো ছিলো না সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের। সেই পাকিস্তানই এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। শনিবার আফগানিস্তানকে হারালেই সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে সরফরাজ সেনারা।
এই মুহূর্তে দলটির বড় সমস্যা ফিল্ডিং নিয়ে ভীষণ চিন্তিত পাকিস্তানের সাবেক ক্রিকেটার আবদুল কাদির। তিনি পাকিস্তান দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বললেন, বিশ্বকাপের শেষ ম্যাচে বাংলাদেশ থেকে সতর্ক থেকো। দেশটির কিংবদন্তি এই লেগস্পিনার আরও বলেন, সেমির লড়াইয়ে টিকে থাকতে হলে ৫ জুলাই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে জিততেই হবে। বাজে ফিল্ডিং হলে পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে।
কাদির বলেন, সাতটি ক্যাচ মিস করেও পাকিস্তান যেভাবে জিতে এসেছে, এতে দলটির মিলিয়ন ভক্তের সমর্থন ছিলো বলেই সম্ভব হয়েছে। কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে কোনো সুযোগই দেবে না। যদি ক্রিকেটাররা আবারও একই ভুল করেন, তাহলে বাংলাদেশের কাছে মাথা নিচু করেই পাকিস্তানকে মাঠ ছাড়তে হবে। আমি মনে করি দল দল এখন ভালো খেলছে এবং এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
পাঠকের মতামত