প্রকাশিত: ২৪/০২/২০১৯ ৭:২৮ অপরাহ্ণ , আপডেট: ২৪/০২/২০১৯ ৭:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: মা ও শিশুর কালি মাখা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ছবিটিকে রাজধানীর চকবাজারে আগুনে পুড়ে যাওয়া মা-শিশুর ছবি বলে সমবেদনা জানিয়ে অনেকেই শেয়ার করছেন।
প্রকৃতপক্ষে এই ছবিটি চকবাজারের ঘটনার নয়। এই ছবিটি তুলেছেন চিত্রশিল্পী শেহজাদ নুরানী। ছবিটি কসমস জার্নালসহ আরো কয়েকটি জার্নালে প্রকাশিত হয়।
কসমস জার্নাল ২০১১ সালের ২২ জুলাই ‘চিলড্রেন অফ দ্য ব্লাক ডাস্ট, চাইল্ড লেবার ইন বাংলাদেশ’ শিরোনামে ছবিটি প্রকাশ করে। এই ছবিসহ আরো কিছু ছবি প্রকাশ করেছে কসমস।
এর বর্ণনায় কসমস বলেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় এবং এর আশেপাশে গড়ে উঠেছে অনেক কারখানা এবং ওয়ার্কশপ। এসব জায়গায় হাজার হাজার নারী ও শিশু কাজ করেন।
পাঠকের মতামত