বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেছেন-সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূল করতে সামাজিক ভাবে ঐক্যবদ্ধ সচেতনতা মূলক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন-মাদক, সন্ত্রাস ও ইভটিজিং আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আইন শৃংখলা বাহিনীকে খবর দিতে হবে। পুলিশ সুপার ৫ মে মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার মডেল থানা আয়োজিত ওপেন হাউস ডে’তে উপরোক্ত কথা বলেন। মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, সহকারী পুলিশ সুপার রাসেল, মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মতিউল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশের সহ-সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার কানন পাল, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক উদয় শংকর পাল মিঠু, প্রচার সম্পাদক আসিফ উল মওলা, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, শহর কমিউনিটি পুলিশের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সেতু, সদর শাখার সভাপতি এডভোকেট রেজাউর রহমান রেজা প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-মডেল থানার উপ-পরিদর্শক কল্লোল চৌধুরী।
প্রকাশিত: ০৬/০৫/২০১৫ ৯:৪২ পূর্বাহ্ণ
পাঠকের মতামত