CSB24.COM:সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের ৩৮তম বার্ষিক সম্মেলন, বৃত্তি প্রদান, সনদপত্র বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী ২ ও ৩ এপ্রিল বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ রাউজানের মধ্যম আধারমানিক ক্ষেমানন্দ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ২০ মার্চ মধ্য আধারমানিক ক্ষেমানন্দ বিহারে মহামণ্ডলের সভাপতি বুদ্ধরক্ষিত মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহামণ্ডলের সাধারণ সম্পাদক মৈত্রীপ্রিয় মহাস্থবির। শিক্ষক সাধন বড়ূয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন, অনিল কান্তি বড়ূয়া, দোলন বড়ূয়া, পুতুল বড়ূয়া, সুশীল বড়ূয়া, তপন কুমার বড়ূয়া, দুর্লভ বড়ূয়া, দীপঙ্কর বড়ূয়া, রবীন্দ্রলাল বড়ূয়া, দিলীপ বড়ূয়া, সুকুমার বড়ূয়া প্রমুখ। সভায় বিস্তারিত আলোচনার পর অনিল কান্তি বড়ূয়াকে সভাপতি, দুর্লভ বড়ূয়াকে সাধারণ সম্পাদক, প্রকৌশলী অসীম বড়ূয়াকে প্রধান সমন্বয়কারী ও সাধন বড়ূয়াকে অর্থ সম্পাদক করে সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের ৩৮তম বার্ষিক সম্মেলন বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়। পরিষদের অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি দুলাল বড়ূয়া, রবীন্দ্র লাল বড়ূয়া, দোলন কুমার বড়ূয়া, সুশীল বড়ূয়া, তপন কুমার বড়ূয়া, ডা. গোপাল চন্দ্র বড়ূয়া, বিদ্যুৎ কুমার বড়ূয়া, সুকুমার বড়ূয়া, ডা. বটন বড়ূয়া, মানিক বড়ূয়া, বসুমিত্র বড়ূয়া, প্রদেশ বড়ূয়া, দিলীপ বড়ূয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু বড়ূয়া ও সুজন বড়ূয়া, সহ সাধারণ সম্পাদক দুকুল বড়ূয়া, শিশির বড়ূয়া, স্বদেশ বড়ূয়া, সহ-অর্থ সম্পাদক মিলন বড়ূয়া, টিটুল বড়ূয়া ও স্বেচ্ছাসেবক প্রধান রানা বড়ূয়া।
প্রকাশিত: ২৪/০৩/২০১৫ ১:৩২ অপরাহ্ণ , আপডেট: ২৪/০৩/২০১৫ ১:৩৯ অপরাহ্ণ
আব্দুস সালাম,টেকনাফ কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার সেই ৬ জনকে ...
পাঠকের মতামত