সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফে“নিসর্গ শহীদ রফিকুল আলমের রক্তঋণ,সহÑব্যবস্থাপনা কমিটি শপথ নিন”শ্লোগানে বন-বিভাগের সহ-ব্যবস্থাপনা দিবস পালিত হয়েছে।
সুত্র জানায়,২৩মার্চ সকালে ক্লাইমেট -রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ এন্ড লাইভলিহুডস্ (ক্রেল) প্রকল্পের সহযোগিতায় ও বনবিভাগের সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে টেকনাফ বনবিভাগে থেকে একটি র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর এক আলোচনা সভা রেঞ্জ কর্মকর্তা ও সহÑব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ওবাইদুল হক পাটোয়ারীর সভাপতিত্বে এবং ক্রেল প্রকল্পের সাইট অফিসার নেছার আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা সৈয়দ হুমায়ুন কবির,বিশেষ অতিথি সহ-ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবিএম আবুল হোসেন রাজু, ক্রেল প্রকল্পের ঢাকা অফিসের প্রকল্প সমন্বয়কারী আবদুল মান্নান,সহ-ব্যবস্থাপনা কমিটির অর্থ সম্পাদক সফিক আহমদ বিকম,হ্নীলা বিট অফিসার আনোয়ার হোসেন,হ্নীলা পানখালী বনপাহারা দলের সম্পাদক ফরিদ আহমদ, টেকনাফ পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর নাজমা আলম। এ দিবসের প্রতিপাদ্য ও বিষয়বস্তু নিয়ে তাৎপর্য তুলে ধরেন মনিটরিং অফিসার শফিউল মোহছানিন। সভায় বক্তারা বলেন, ২০০৮সালের ২৩মার্চ টেকনাফ বাহারছড়া শীলখালীর আকাশমনি বন পাহারাদার কর্মী রফিকুল আলম স্থানীয় বনদস্যুদের ছুরিকাঘাতে হাতে নিহত হন। সবুজ বন রক্ষার জন্য প্রথম নির্সগ শহীদ রফিকুল আলমকে অমর অবদানকে স্বরন করে প্রতিবছরের ন্যায় এ বছরও ৭ম দিবসটি পালন করা হয়। প্রধান অতিথি বলেন পরিবেশ ও বন রক্ষায় স্থানীয় জনগনকে আরো সচেতন করার পাশাপাশি নিহত বনপ্রহরী রফিকুল আলমের মামলার অগ্রগতি তদারক করতে হবে। ক্রেল প্রকল্পের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম আবুল হোসেন রাজু ক্ষোভ প্রকাশ বলেন, রফিকুল আলম হত্যার আসামীরা জামিনে বেরিয়ে আসছে। অতি দ্রুত এই মামলার আসামীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলেল দ্রুতহস্তক্ষেপ কামনা করেছেন।
পাঠকের মতামত