
অনলাইন ডেস্ক:
ইউনিভার্সিটি স্পোর্টস ওভালের মাঠে ভারতীয় দলের অনুশীলনের সময় বিতর্কে জড়িয়েছেন সহ-অধিনায়ক বিরাট কোহলি। তিনি ভারতীয় এক সংবাদিকের সঙ্গে অভব্য আচরণ করেন।
ঘটনার শুরু মঙ্গলবার অনুশীলন শেষ হওয়ার পর। বিরাট ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন। হঠাৎ সর্বভারতীয় সংবাদপত্রের এক সাংবাদিককে দেখে ক্ষেপে যান তিনি এবং তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এরপর বেশ ক্ষিপ্ত হয়ে ড্রেসিংরুমে ঢুকে যান বিরাট। ভারতীয় দলের সদস্য এবং সাংবাদিকরা এ ঘটনায় অবাক হয়ে যান।
পরে জানা গেছে, হঠাৎ কেন মেজাজ হারিয়েছেন বিরাট। তার বান্ধবী আনুশকা শর্মা ও তাকে নিয়ে নাকি প্রতিবেদন লিখেছিল এক সর্বভারতীয় সংবাদপত্র। বিরাট মনে করেছিলেন, গালাগাল দেওয়া সাংবাদিক সেই প্রতিবেদন লিখেছিলেন। পরে বিরাট জানতে পারেন, ওই সাংবাদিক প্রতিবেদনটি লেখেননি। নিজের ভুল বোঝার পর পরিচিত এক সাংবাদিকের মাধ্যমে গালাগাল দেওয়া সাংবাদিকের কাছে ক্ষমা চান বিরাট কোহলি।
টিম ডিরেক্টর রবি শাস্ত্রী পরে বিরাট কোহলিকে বলেন, ‘ভবিষ্যৎ ইন্ডিয়া ক্যাপ্টেনের কাছ থেকে প্রকাশ্যে এ রকম আচরণ প্রত্যাশিত নয়।’
বিরাট কোহলি এর আগেও বিতর্কে জড়িয়েছেন। অস্ট্রেলিয়া সফরের সময়ে ব্যাটিং করা নিয়ে শিখর ধাওয়ানের সঙ্গে তপ্ত বাক্যবিনিময় হয় তার। ইংল্যান্ড সফরে নিজের হোটেল রুমে বান্ধবীকে রাখার পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের জেরে বিরাট কোহলির বিরুদ্ধে বিসিসিআই ও আইসিসির কাছে সরাসরি অভিযোগ দায়ের হয়েছে৷ ওই সাংবাদিক যে জাতীয় দৈনিকের প্রতিনিধি, তার ক্রীড়া সম্পাদক বিসিসিআই ও আইসিসির কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন।
প্রথমে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি হয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনকী, বিরাটের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বোর্ড। কোহলি ওই সাংবাদিকের উদ্দেশে কোনও খারাপ মন্তব্য করেননি বলে দাবি করে টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়ার ম্যানেজার আর এন বাবা সংবাদমাধ্যমের কাছে জানান, ওই সাংবাদিকের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল বিরাটের। তবে সে ঘটনা বিরাট নিজেই মিটিয়ে নিয়েছেন। কিন্তু, আইসিসি ও বিসিসিআই’র কাছে অভিযোগ করে বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছে সংবাদপত্রটি।
শুধু বিসিসিআই ও আইসিসির কাছে অভিযোগ নথিভুক্ত করেই ক্ষান্ত হচ্ছে না দৈনিকটি। জানা গেছে, বিরাটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও ভাবছে তারা। সূত্র: জি নিউজ
পাঠকের মতামত