
নিজস্ব প্রতিবেদক :
রামুতে অ¹মহাদ্ধম্মাজ্যোতিকাধ্বজ উপাধিপ্রাপ্ত, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ ও একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ মনিষী সত্যপ্রিয় মহাথেরর সংবর্ধনা ও প্রজ্ঞাবোধি থেরর ৩৮তম জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়েছে। সোমবার (২৩) মার্চ সকাল ১০টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী হাজারীকুল বোধিরতœ বুদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রে এ কর্মসূচী পালন করা হবে।
এদিন বিহারে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করা হবে। এ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে- বস্ত্রদান, বুদ্ধ ধাতুপূঁজা, সংঘদান, অষ্ট-উপকরণ দান, সদ্ধর্ম দেশনা এবং সন্ধ্যায় দেশ-জাতি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা।
হাজারীকুল বোধিরতœ বুদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রের উপাধ্যক্ষ সৌরবোধি ভিক্ষু জানান, একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ মনিষী সত্যপ্রিয় মহাথেরর সংবর্ধনা এবং বোধিরতœ বুদ্ধ বিহারের অধ্যক্ষ ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক প্রজ্ঞাবোধি থেরর ৩৮তম জন্মবার্ষিকী উদযাপনে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, শুক্রবার (১৩ মার্চ) থেকে বিহারে ১০ দিনব্যাপী বিদর্শন ভাবনা অনুশীলন শুরু হয়। এতে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলসহ কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শতাধিক বৌদ্ধ নর-নারীরা অংশ নেন। আজ সোমবার আনুষ্ঠানিক ভাবে এ কর্মশালা সম্পন্ন হচ্ছে।
পাঠকের মতামত