
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের রামু উপজেলায় প্রথমবারের মত শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশু উৎসব। রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রামু মৈত্রী বিহার সংলগ্ন ছাড়া ভিটা মাঠে এ শিশু উৎসব শুরু হয়।
‘বাল্যকাল হোক আনন্দময়; সুশিক্ষা হোক সবার’ প্রতিপাদ্যে এ শিশু উৎসবের আয়োজন করে কোমলমতি শিশু নিকেতন।
শিশু উৎসব উদ্বোধন করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও খেলাঘর আসরের সদ্য বিদায়ী সভাপতি জাহেদ সরওয়ার সোহেল।
সাংবাদিক অর্পন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন দৈনিক কক্সবাজার বার্তার নির্বাহী সম্পাদক দুলাল বড়–য়া, জেলা খেলাঘর আসরের সদস্য সচিব রিদোয়ান আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানসি বড়–য়া, শিক্ষক নিরূপমা বড়–য়া, কোমলমতির উপ-পরিচালক মোহাম্মদ সাহেদ। এতে সভাপতিত্ব করেন কোমলমতির পরিচালক রাজীব বড়–য়া।
পরে এক বর্ণাঢ্য শিশু শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে রামু বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
এদিকে, রাত ৮টার দিকে আলোচনা সভা ও কোমলমতি শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জানিয়েছে আয়োজকরা।
এর আগে দুপুরে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন কক্সবাজার ক্রীড়া সংস্থার রেফারি ওমর ফারুক মাসুম, ফুটবলার সুমন বড়–য়া বুলু, কোমলমতি শিশু নিকেতনের রবিউল ইসলাম শুভ, অনিক বড়–য়া ও প্রসেজিৎ বড়–য়া।
পাঠকের মতামত