শামলাপুর ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে গহীন পাহাড়ে পুলিশের অভিযান
আব্দুস সালাম,টেকনাফ টেকনাফের শামলাপুর-হোয়াইক্যং ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে পাহাড়ে অভিযান চালিয়েছে পুলিশ। ...
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়ায় তেলবাহী ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম নামের এক ট্রলিচালক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছী গ্রামের আবু তালেবের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, ট্রলিচালক আশরাফুল রাত ৯টার দিকে বার বাজার থেকে বিষয়খালী আসছিলেন। বেজপাড়ায় পৌঁছালে অপর দিক থেকে আসা তেলবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় আশরাফুল রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মহারাজপুর ইউনিয়নের মেম্বার নজরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় আশরাফুল ইসলাম নিহত হয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পাঠকের মতামত