প্রকাশিত: ২১/০৩/২০১৫ ৮:৪৯ অপরাহ্ণ

সাদ্দাম হোসাইন,হ্নীলা।
টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার অধিক মূল্যের ইয়াবা বড়িসহ ১জনকে আটক এবং অপর ৩ জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়, ২১মার্চ সকাল সাড়ে ৮টারদিকে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের নাজিরপাড়া বিওপির হাবিলদার শামসুল আলম সাবরাং ৩নং বিএসপি পোস্টে টহল দেওয়ার সময় আলুগোলা প্রজেক্টে অভিযান চালিয়ে ৫৭লক্ষ ৮০হাজার ৪শ টাকা মূল্যমানের ১৯হাজার ২শ ৬৮পিস ইয়াবা বড়িসহ সাবরাং মন্ডল পাড়ার মৃত এখলাসের পুত্র মোঃ ইলিয়াছ (৪০) কে আটক করে। ধৃত আসামীর স্বীকারোক্তি মতে স্থানীয় আরো ৩ জনকে পলাতক আসামী করে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
পাঠকের মতামত