২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
সাদ্দাম হোসাইন,হ্নীলা।
টেকনাফের হ্নীলায় বিজিবি জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে বিপূল পরিমাণ মিয়ানমারের চোরাই চিংড়ি জব্দ করেছে।
বিজিবি সুত্র জানায়,২১ মার্চ বিকাল ৪টারদিকে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার আব্দুল হালিম সিকদার ও হাবিলদার তরিবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে নাফনদীতে অভিযান চালিয়ে ৪শ ৮৯ কেজি বাগদা চিংড়িসহ নৌকা জব্দ করে। অপরদিকে বিকাল ৫টায় হ্নীলা চৌধুরী পাড়ায় টহল দেওয়ার সময় হাবিলদার হুমায়ূন ৪শ কেজি গলদা ও ৩২কেজি বাগদা মিয়ানমারের চোরাই চিংড়ি জব্দ করে। জব্দকৃত চিংড়ি হ্নীলা কাস্টম্স অফিসে জমা দেওয়া হয়েছে।
পাঠকের মতামত