
সাদ্দাম হোসাইন,হ্নীলা।
সীমান্ত জনপদ টেকনাফে এবার খুচরা ইয়াবা ব্যবসায়ী প্রতিপক্ষকে ঘায়েল করে শত্রুতা হাসিলের জন্য বসত-বাড়িতে ইয়াবা দিয়ে নিজেই ফেঁসে গেছে এক খুচরা ইয়াবা ব্যবসায়ী।
খোঁজ নিয়ে জানা যায়,গত ২০ মার্চ টেকনাফ মডেল থানার এসআই আবুল কালাম রাত্রিকালীন ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার জনৈক নুরুল ইসলামের ঘরে ২/৩জন খুচরা ইয়াবা ব্যবসায়ী শত্রুতাবশত প্রতিপক্ষকে ঘায়েলের জন্য পরস্পর যোগ-সাজশ করে ইয়াবা বড়ি লুকিয়ে রাখে। এ সময় পুলিশ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে নুরুল ইসলামের বাড়িতে গেলে মৌলভী পাড়ার সোলতান আহমদের পুত্র নুরুল আমিন ভূট্টো (৩২),আব্দু রজব,জসিম উদ্দিনসহ ৩/৪জন লোক পালিয়ে যাওয়ার সময় পুলিশ নুরুল আমিন ভূট্টোকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী করা হলে স্টার সিগারেটের পকেট হতে একটি ইয়াবার পুটলা বের করে দেয়। তা গণনা করে ২শ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। পুলিশ আটক ব্যক্তিসহ জড়িত সহযোগীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামীকে হাজতে প্রেরণ করে। এলাকাবাসী সুত্র জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কতিপয় সহযোগীদের ইন্দনে খুচরা ইয়াবা বাণিজ্য চালিয়ে আসছে। যার কারণে যুব সমাজ নেশাগ্রস্থ হয়ে দেশ ও জাতির ক্ষতি সাধন করছে। আটক ব্যক্তি টেকনাফ মডেল থানার জি/আর-১৩-২০১১ইং মামলার পলাতক আসামী। একটি মহল তাকে জামিনে বের করার জন্য জোর তৎপরতা শুরু করেছে। এমতাবস্থায় সে জামিনে বেরিয়ে আসলে পুনরায় অবৈধ মাদক ব্যবসায় জড়িত হওয়ার আশংকা রয়েছে বিধায় এই মামলার তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত হাজতে রাখার জন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।
পাঠকের মতামত