বদি সহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে অবৈধ ভাবে স্থাপনা নিমার্ণ অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষে ...
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে শনিবার ২০ বস্তা পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন জেলা শহরের আরাপপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ পলিথিন জব্দ করে। ভ্রম্যমান আদালতের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন ঝিনাইদহ প্রতিনিধি কে জানান, জেলা শহরের আরাপপুর এলাকা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ঝিনাইদহ থেকে মাগুরা নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ভ্যান থেকে ২০ বস্তা পলিথিন জব্দ করা হয়। পরে পলিথিন পরিবহনের দায়ে শাহাজাহান ও মহিরুদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত পলিথিন উপজেলা পরিষদে রাখা হয়েছে। আগামীকাল এগুলো পুড়িয়ে ফেলা হবে বলে তিনি আরো জানান।
পাঠকের মতামত