আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
অনলাইন ডেস্ক:
ভালো নেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। অসুস্থতায় কারণে বেশ কিছুদিন ধরে মিডিয়ার আড়ালে রয়েছেন হালের এ সেনসেশন। এক টুইট বার্তায় এ কথা নিজেই জানিয়েছেন ‘ইশকজাদে’ তারকা পরিণীতি চোপড়া। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খরব প্রকাশ করেছে।
খবরে বল হয়েছে, ২০১১ সালে রোমান্টিক কমেডি ‘লেডিস ভার্সেস রিকি বাহেল’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া এ অভিনেত্রী কিছুদিন ধরে অসুস্থ। শনিবার দুপুরে পরিণীতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ খবর জানান।
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন পরিণীতির ভাল যায়নি ২০১৪ সালটি। ওই বছর মুক্তি পায় ‘হাসি তো ফাঁসি’, ‘দাওয়াত-ই-ইশক’ ও ‘কিল দিল’। এর মধ্যে কেবল ‘হাসি তো ফাঁসি’ সিনেমাটি ভাল ব্যবসা করে।
পাঠকের মতামত