প্রকাশিত: ২১/০৩/২০১৫ ৭:৩৮ অপরাহ্ণ
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৫ মার্চ

Alig-jh
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ । সংগঠনের গঠনতন্ত্রে প্রতি তিন বছর পর পর জেলা সম্মেলন হওয়ার কথা থাকলেও ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ।ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ একাধিক কেন্দ্রীয় নেতার এই সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে।এই সম্মেলনকে ঘিরে সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে জেলা শহরের প্রধান প্রধান সড়ক রঙিন ব্যানার, তোরণ, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। প্রত্যাশী নেতারা দলীয় সভানেত্রী ও কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার দিয়ে তৈরি করেছেন বিশাল বিশাল তোরণ। সেই সঙ্গে ভবন জুড়ে বিশাল বিশাল আকৃতির ব্যানারে সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠছে রাজপথ। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা প্রতিদিন শোডাউন করছেন, স্থাপন করেছেন ক্যাম্প অফিস। সেখানে ভিড় করছেন দলীয় কর্মী সর্মথকরা। দলীয় সূত্র মতে, ২০০৫ সালের ২৫ অক্টোবর জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে সরাসরি ভোটে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই সভাপতি ও এ্যাডভোকেট আজিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলের ৬ বছর পর ২০১১ সালে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়। এদিকে গত ১৯ মার্চ শৈলকুপা উপজেলা কমিটির সম্মেলন হয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। অন্যদিকে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার সম্মেলন কয়েক বছর আগে অনুষ্ঠিত হলেও জেলা কমিটির অনুমোদন লাভ করেনি। এছাড়া ঝিনাইদহ সদর ও হরিণাকু-ু এবং কালীগঞ্জ উপজেলায় যথাসময়ে সম্মেলন হয়নি। পৌরসভাগুলোর মধ্যে সদ্য কালীগঞ্জ পৌর কমিটির সম্মেলন হয়েছে। ঝিনাইদহ সদর পৌরসভার সম্মেলন করার আগেই ওয়ার্ড কমিটির সম্মেলনে গোলযোগের ঘটনা ঘটেছে। দলীয় কোন্দল থাকায় সবগুলো ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা কমিটির সম্মেলন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দায়িত্বশীল একটি সূত্র। এ অবস্থায় বুধবার জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হচ্ছেন। এদের মধ্যে সভাপতি পদে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও বর্তমান সভাপতি আবদুল হাই প্রার্থী হচ্ছেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুল ওয়াহেদ জোয়ারদার এবং অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আবেদ আলী তার সাথে প্রতিদ্বন্দি¦তা করবেন বলে শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হচ্ছেনÑ বর্তমান সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক ও পৌরমেয়র সাইদুল করিম মিন্টু, এ্যাডভোকেট আবদুর রশীদ এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী এনামুল হক মিলন। এ দুটি গুরত্বপূর্ণ পদের যে কোনো একটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু। দলীয় একাধিক সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, জেলা কমিটির সম্মেলন ঘিরে ঝিনাইদহ-২ আসনের বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি দূর থেকে কলকাঠি নাড়ছেন। ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু- উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটিগুলোর ওপর তার পিতা সাবেক সংসদ সদস্য শিল্পপতি নুর-এ আলম সিদ্দিকীর বড় ধরনের প্রভাব রয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই জানান, ‘সম্মেলনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। নেতাকর্মীদের সমাগম এবং কেন্দ্রীয় নেতাদের বরণ করতে প্রস্তুত জেলা আওয়ামী লীগ।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজিজুর রহমান বলেন, আওয়ামী লীগের ক্ষমতার দুই মেয়াদের মধ্যে বিভিন্ন নির্বাচন এবং বিরোধী জোটের আন্দোলন-সংগ্রাম মোকাবিলায় নেতাকর্মীরা ব্যস্ত থাকায় যথাসময়ে সম্মেলন করা সম্ভব হয়নি। তবে এতে সাংগঠনিক কর্মকান্ডের- কোনো প্রভাব পড়েনি। এবারের সম্মেলনের মধ্য দিয়ে দল আরো সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘সিলেকশন নয়, ইলেকশনের মধ্য দিয়ে নেতা নির্বাচন করা গেলে যোগ্য নেতৃত্ব উঠে আসবে।’ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘যাদেরকে জেলা কমিটির নেতা নির্বাচন করলে দল সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, তাদেরকেই নেতা হিসেবে দেখতে চাই।’ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে আরো সুসংগঠিত করতে হবে। সম্মেলনের মধ্য দিয়ে যেমন কর্মী-সমর্থকরা চাঙ্গা হবেন, তেমনি নতুন নেতৃত্বের নির্বাচনের মধ্য দিয়ে দেশের চলমান উন্নয়ন কর্মকা- তরান্বিত হবে।’ এদিকে তৃণমূলসহ উপজেলা ও জেলাপর্যায়ের একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, দল ক্ষমতায় থাকলে নেতাদের সাংগঠনিক দিকে তেমন খেয়াল থাকে না। বিরোধী দলে থাকলে সাংগঠনিক ভিত্তি মজবুত থাকে। সম্মেলনও ঠিক সময়ে অনুষ্ঠিত হয়। তারপরও দীর্ঘদিন পর নেতাকর্মীদের পাণের দাবি পূরণ হতে যাওয়ায় খুশি তারা। ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ বলেন, সম্মেলনের মধ্য দিয়ে যারা নেতৃত্বে আসবেন তারা সরকারের উন্নয়ন কর্মকা-সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

পাঠকের মতামত

  • সীমান্তের ‘ইয়াবা মাফিয়া’ মনির বরখাস্ত হয়েও পল্লী সঞ্চয় ব্যাংকে বহাল!
  • উখিয়ায় চাকমা নারীকে ধর্ষণের চেষ্টা: রোহিঙ্গা যুবক আটক
  • টেকনাফে কুপিয়ে এক যুবককে হত্যার চেষ্টা
  • টেকনাফ থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
  • দেশের সম্পদ রক্ষা করি এবং পরের হক নষ্ট না করি-ধর্ম উপদেষ্টা
  • টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে 
  • সাংবাদিক শাহজাহান কমরের রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরে দোয়া মাহফিল
  • সেন্টমার্টিন গামী কেয়ারী সিন্দাবাদ জাহাজের অফিসে অগ্নিকান্ড,বিজিবির প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
  • সড়কে প্রাণ গেলো দুই যুবকের
  • কক্সবাজারে ৫ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শাস্তি দাবি করে সাংবাদিক সংসদের নিন্দা
  • ইসলামী ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জামায়াতের সংগ্রাম অব্যাহত থাকবে-নুর আহমদ আনোয়ারী

    ইসলামী ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জামায়াতের সংগ্রাম অব্যাহত থাকবে-নুর আহমদ আনোয়ারী

    উখিয়া( কক্সবাজার) সংবাদদাতা বাংলাদেশ জামায়াত ইসলামী উখিয়া উপজেলার আওতাধীন পালংখালী ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দীয় কর্মসুচির ...
    ছাত্রশিবির হচ্ছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শিক কাফেলা : কেএম মকবুল হোসাইন

    ছাত্রশিবির হচ্ছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শিক কাফেলা : কেএম মকবুল হোসাইন

    শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কেএম মকবুল হোসাইন বলেছেন, ছাত্রশিবির হচ্ছে ...
    বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিষারে ইফতার ও দোয়া মাহফিল

    বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিষারে ইফতার ও দোয়া মাহফিল

      শরীয়তপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শরীয়তপুরের ...
    নড়িয়ার নওপাড়া ইউপি চেয়ারম্যান জাকির মুন্সীর সুনাম নষ্টের চেষ্টার পায়তারা!

    নড়িয়ার নওপাড়া ইউপি চেয়ারম্যান জাকির মুন্সীর সুনাম নষ্টের চেষ্টার পায়তারা!

      শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ...
    চকরিয়ায় “ডেভিল হান্টে” কাউন্সিলরসহ ৮ আওয়ামীলীগ নেতা-কর্মী গ্রেপ্তার

    চকরিয়ায় “ডেভিল হান্টে” কাউন্সিলরসহ ৮ আওয়ামীলীগ নেতা-কর্মী গ্রেপ্তার

    মুকুল কান্তি দাশ, চকরিয়া: অপারেশন “ডেভিল হান্টে” সাবেক কাউন্সিলরসহ আটজন আওয়ামীলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কক্সবাজারের ...