ইমরান জাহেদ, কক্সবাজার।
উখিয়ার হাতিমোরা ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের সমাপনী অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মাদক মুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, প্রত্যন্ত জনপদে এধরনের সমাজ সেবা মূলক প্রতিষ্ঠানের আনন্দ বিনোদন গ্রামবাসীদের উৎসাহ যোগায়। পাশাপাশি যুব সমাজ অনৈতিক কার্যক্রম থেকে অনেকটা বিরত থাকার জন্য এসব খেলাধুলা প্রয়োজন রয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় কিল্যামারা খেলার মাঠে আ’লীগ নেতা জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাজাপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন মেম্বার, সাংবাদিক হানিফ আজাদ ও মাস্টার ফজলুল করিম। চূড়ান্ত খেলায় দরগাহবিল ক্রীড়া পরিষদ হাতিমোরা বাছাই একাদশকে ১-০ গোলে পরাজিত করেন। খেলা পরিচালনা করেন, ফজলুল করিম, সহকারি জামাল উদ্দিন ও নুরুল আলম।
প্রকাশিত: ২১/০৩/২০১৫ ৭:৩৪ অপরাহ্ণ
দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
পাঠকের মতামত