প্রকাশিত: ২১/০৩/২০১৫ ৫:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আ'লীগের চূড়ান্ত প্রার্থী আ জ ম নাছির

nasiruddin
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মহানগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।

দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শুক্রবার রাতে অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের বৈঠকে নাছিরকে চূড়ান্ত প্রার্থী করার সিদ্ধান্ত হয়।

এ দিন সন্ধ্যা ৭টার পর শুরু হওয়া বৈঠক চলে রাত প্রায় ৯টা পর্যন্ত। বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

বৈঠক শেষে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন দলের এ সিদ্ধান্তের কথা দ্য রিপোর্টকে জানান।

আ জ ম নাছিরও বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ‘চট্টগ্রামের শীর্ষ নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন।’

বৈঠকে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আবদুস সালাম উপস্থিত ছিলেন।

মহিউদ্দিন চৌধুরী নাগরিক সমাজের প্রার্থী হিসেবে প্রচারণা চালালেও শেখ হাসিনার নির্দেশে তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সম্মতি জানিয়েছেন। একইভাবে আবদুস সালামও প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন।

মহিউদ্দিন চৌধুরী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। চসিক নির্বাচনে আপনি যে সিদ্ধান্ত নিবেন সেটিই চুড়ান্ত।

একইভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্মতি জানান আবদুস সালাম।

এরপর মহিউদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘আপনি বিশ্রামে থাকেন। দ্রুত আপনার সুস্থতা কামনা করছি।’ এ সময় চট্টগ্রামের সকল নেতাকর্মীকে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বানও জানান শেখ হাসিনা।

বৈঠক সূত্র আরও জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থীর বিষয়েও আলোচনা হয়েছে। দল মনোনীত প্রার্থী মো. সাঈদ খোকন ঋণখেলাপী হওয়ায় তার প্রার্থিতার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে বৈঠকে সাঈদ খোকনকে ঋণ পরিশোধে সময় দেওয়া হয়েছে।

এদিকে সাঈদ খোকনের বিষয়ে সিদ্ধান্ত নিতে গণভবনে শনিবার দলের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, রবিবারের মধ্যে সাঈদ খোকন তার ঋণ পরিশোধ করবেন বলে নেতাদের জানিয়েছেন। এর মধ্যে তিনি ঋণ পরিশোধ না করলে বিকল্প কাউকে আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়া হবে।

শুক্রবারের বৈঠক শেষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আ জ ম নাছির।

পাঠকের মতামত

  • ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
  • রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল
  • সিলেটের নিখোঁজ সেই ৬জন ৬দিন পর টেকনাফে উদ্ধার
  • বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন
  • উখিয়ায় সড়ক দু’ঘটনায় ইউপি সদস্য নিহত
  • সিলেটের নিখোঁজ ছয় শ্রমিকের লোকেশন টেকনাফ: দাবী পুলিশের
  • টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত
  • টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি,এক ডাকাত গুলিবিদ্ধ
  • সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • উখিয়ার থাইংখালীতে এ প্লাস প্রাপ্ত ২৫০ নুরানি শিক্ষার্থীকে সংবর্ধনা
  • বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন

    বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন

      নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এবং বন,পরিবেশ ও ...