অনলাইন ডেস্ক:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে স্থগিত থাকা গত ৮ ও ১০ মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। তবে ১১ মার্চের দাখিল পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
নতুন সূচি অনুযায়ী গত ৮ মার্চ স্থগিত থাকা হিসাব বিজ্ঞান ও দাখিলে রসায়ন পরীক্ষা আগামী ২৭ মার্চ(শুক্রবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ১০ মার্চের স্থগিতকৃত এসএসসির শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং দাখিলের উচ্চতর গণিতের পরীক্ষা ২৮ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, সঙ্গীত ও বেসিক ট্রেডসহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে সম্পন্ন করে তার নম্বর আগামী ৯ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অনলাইনে পাঠাতে হবে।
পাঠকের মতামত