
কাপ্তাই প্রতিনিধি:
কর্ণফুলী পেপার মিলস্ (কেপিএম) লি: এর শ্রমিক কর্মচারীদের এক আনন্দময় বনভোজন গত ১৯ মার্চ অনুষ্ঠিত হয় অরণ্য ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডীত কাপ্তাই নৌ ঘাটি পিকনিক স্পর্টে। কেপিএম এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ’র উদ্দ্যেগে আয়োজিত বনভোজনে শ্রমিক কর্মচারী ও তাদের পরিবার-পরিজন নিয়ে অংশ গ্রহণ করে। হ্রদ, পাহাড়ের সমন্বয়ে অপরূপ সুন্দর কাপ্তাই লেকের পাশে বনভোজনে অংশ নিয়ে সবাই আনন্দ উপভোগ করে। পিকনিক স্পর্টের বিভিন্ন অংশে ঘুরে শ্রমিক কর্মচারী ও তাদের পরিজনরা আত্মহারা হয়ে উঠে। বনভোজনের আকর্ষণীয় অংশ ছিল স্থানীয় বেতার শিল্পী রফিক আশিকি, জ্যাকলিন তঞ্চঙ্গ্যা, শিমলা ভট্টাচার্য্য, হোসনে আরা বেগম মিনি’র গাওয়া গান। বিশেষ করে রফিক আশিকি’র গানে বনভোজনে আগত শ্রোতাদের মাতিয়ে রাখে। বনভোজন শেষে এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সিবিএ’র সভাপতি তৌহিদ আল মাহাবুব চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, কেপিএম এর এমডি প্রকৌশলী মোছাব্বেরুল ইসলাম। বক্তব্য রাখেন জিএম প্রশাসন মো: আনোয়ার হোসেন, উপ-ব্যবস্থাপক প্রশাসন সাহাব উদ্দিন আজাদ, সিবিএ সাধারণ সম্পাদক হাজী আব্দুল ওহাব বাবুল, রাঙ্গামাটি জেলা আ’লীগ সদস্য লুৎফর রহমান প্রমুখ।
পাঠকের মতামত